গাজীপুরে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

স্টাফ রিপোর্টার : গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া রাস্তার উপর হতে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ১,২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।
ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেজর কোম্পানী কমান্ডার মোঃ শিবলী সাদিক, পিএসসি জানান, অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর মোঃ শিবলী সাদিক, পিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া হাজী মোঃ আবু জাফর সরকারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে আসামী ১। নজরুল ইসলাম(৩৩), পিতা-মোঃ আব্দুল করিম, সাং-ধারারচর, ২। মোঃ সাজু মিয়া (৩০),পিতা-মোঃ আশরাফ আলী, সাং-বকশীগঞ্জ (বাজার পাড়া),উভয় থানা-বগশীগঞ্জ, জেলা-জামালপুর উভয় বর্তমানে সাং-মরকুন পূর্বপাড়া, বাসা নং-৫৪৩, জনৈক হাজী মোঃ আবু জাফর সরকারের বাড়ীর ভাড়াটিয়া এবং তাদের হেফাজত হতে ১,২০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ০২টি মোবাইল সেট সহ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় যোগসাজসে মাদক ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করে থাকে এবং আসামীদ্বয় গাজীপুর, ময়মনসিংহ ও আশেপাশের জেলা সমূহে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করিয়া যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করতেছে।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর মামলা নম্বর- ৫৭ তারিখ ২৩/০২/২০২০খ্রিঃ ও ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)।