ভৈরবে ১৪৮০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবের নাটালের মোড় এলাকা থেকে ১৪৮০ বোতল ফেন্সিডিল ও ০১ টিট্রাক ও মাদক বিক্রয় এর নগদ ৫৯০০ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সিলেটের ওসমানীনগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় নিয়ে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে,গত ০৬/০২/২০২০ ইং তারিখ রাত্রিকালে মাদকের একটি বড় চালান সিলেটের ওসমানীনগর হইতে একটি ট্রাক যাহার রেজিঃ নং-সিলেট-ড-১১-০৫৫৯ যোগে ঢাকায় নিয়ে যাওয়ার সংবাদ পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৬/০২/২০২০ ইং তারিখ ০১.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরবের নাটালের মোড় এলাকায় সিলেট টু ঢাকা গামী মহাসড়কের উপর ঢাকাগামী লেনে চেক পোষ্ট স্থাপন করে ঢাকা গামী ট্রাক তল্লাশী করেন।

চেক পোষ্ট করা কালে পূর্বের সংবাদ প্রাপ্ত ট্রাকটি ০২.৩০ ঘটিকায় আমাদের চেক পোষ্টের নিকট আসিলে থামানোর সংকেত দিলে ট্রাকটি আমাদের চেক পোষ্ট এর নিকট থামে । ট্রাকটি তল্লাশী করে ট্রাকের পিছনে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ১০ (দশ) টি বস্তায় মোট ১৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন এবং আসামী ১। বেলাল আহম্মেদ (মেজর) (৫০) পিতা- আব্দুস সাত্তার ২। ইয়াসিন আহম্মেদ মিলন (২৫), পিতা-আবুল কালাম উভয়সাং-হাজারির চক উভয় থানা-জকিগঞ্জ জেলা-সিলেটদ্বয়কে আটক করেন।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে (ক) ১৪৮০ বোতল ফেন্সিডিল, (খ) ফেন্সিডিল বহন এর কাজে ব্যবহৃত ০১ (এক)টি ট্রাক, (গ) মাদক বিক্রয় এর নগদ ৫৯০০ টাকা উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৪৪,৬৫,৯০০ টাকা। গ্রেফতারকৃত আসামীদ্ব’য়ের বিরুদ্ধেকিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।