ময়মনসিংহে সঙ্কট সমাধান ও উন্নয়ণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ রুটে ডাবল রেললাইন স্থাপন, নতুন আন্ত:নগর ট্রেন চালু, ময়মনসিংহ মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, দ্রুত বিভাগীয় শহর চালু, তিতাস গ্যাসের সংযোগ চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে নগরীর শহীদ-ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন মানববন্ধনের আয়োজন করেন।

মাববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচম খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাতসহ রাজনৈতিক সাংস্কৃতি এবং সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নামে মাত্র বিভাগীয় শহরে বসবাস করলেও বাস্তবিক অর্থে কিছুই পায়নি নগরবাসি। দ্রুত আট দফা দাবির বাস্তবায়ন না করা হলে মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।