স্বর্ণসহ বিমানবন্দরের ৩ পরিচ্ছন্নতাকর্মী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ স্টাফ রিপোর্টার : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণসহ ৩ পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয়। বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতাকর্মী মো. সুমন শিকদারকে (৩৪) জুতার তলায় লুকায়িত ২০টি স্বর্ণে বারসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী বিমানের পরিচ্ছন্নতাকর্মী মো. শাহিন হোসেন (২৭) ও মো. বেলাল আকনকেও (২৮) আটক করা হয়। ঘটনার বিবরণে তিনি বলেন, আজ (শনিবার) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০২৮ ঢাকায় আসে। ওই বিমানে পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহিন ও বেলাল। বিমানবন্দরের বিমানটি যাত্রী নামানোর জন্য ডকিং করার পর পরিচ্ছন্নকর্মীরা বিমানে যায়। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে তারা নেমে আসে। এ সময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরবর্তীতে সুমনসহ ৩ জনকে বিমানবন্দর আর্মড পুলিশের অফিসে নিয়ে তল্লাশি করলে সুমনের দুই জুতার তলায় ২০ পিস স্বর্ণবার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সুমন জানায়, কালাম নামের বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে এসব স্বর্ণবার হস্তান্তর করে। এ কাজে জন্য সে ২০ হাজার টাকা পেত। আটক স্বর্ণে বারের বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। Share this:FacebookX Related posts: ডামুড্যায় কৃষি জমিতে পুকুর খনন, ইউএনও’র অভিযান তিতাস গ্যাস সংযোগে প্রতারণা, গ্রেপ্তার ৫ ভৈরবে র্যাবের অভিযান, ৪ মাদক কারবারি আটক মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জে আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে ফেসবুকে বন্ধুত্ব করে টাকা আত্মসাৎ, গ্রেফতার ১৫ রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার লালবাগে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: পরিচ্ছন্নতাকর্মী আটকবিমানবন্দরের ৩স্বর্ণসহ