কলেজছাত্র হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২২ অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের দৌলতপুরে কলেজ শিক্ষার্থী আরিফ হোসেন (২৫) হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার বিকেল পৌণে ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় প্রদান করেন। এ মামলার অপর ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা এলাকার মো. লিংকন ও একই এলাকার আলতাফ হোসেন। খালাসপ্রাপ্তরা হলেন- হাসান আলী, মজ্ঞু, সহন, মাইনুদ্দিন, রাসেল ও বাদল। নিহত আরিফ হোসেন মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা এলাকার শুকুর আলীর ছেলে। সে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের (অনার্স) বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে আরিফকে তার দুই বন্ধু লিংকন ও আলতাফ মোটরসাইকেলযোগে ঘুরতে নিয়ে যায়। পরের দিন লিংকন ও আলতাফ বাড়ি ফিরলেও আরিফ না ফেরায় স্বজনরা আরিফকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ২৯ মার্চ ছিলমপুর ব্রিজের নিচে খালের পানিতে স্বজনরা আরিফের ব্যবহৃত জুতা দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে কচুরিপানার ভেতর থেকে আরিফের মরদেহ উদ্ধার করে। পরে ওই বছরের ০৪ এপ্রিল নিহতের বাবা মো. শুকুর আলী বাদি হয়ে আট জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আট জনকে আসামি করে ২০০৬ সালে ১৩ মার্চ অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় দেন। অপর ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে। Share this:FacebookX Related posts: প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ লালবাগে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক গাজীপুরে রিভলবার-গুলিসহ গ্রেফতার ৩ শ্যামলীতে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক সম্রাট গিটু মিঠুন মোহাম্মদপুরে গ্রেফতার কাশিয়ানীতে ছিনতাইকৃত টাকাসহ গ্রেফতার ৩ পাংশায় গোপাল হত্যার সাথে জড়িত ৩ জন অস্ত্রও-গুলিসহ আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ২ জনের যাবজ্জীবনকলেজছাত্রহত্যা মামলায়