মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো খালেদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ৬ আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং মামলায় চার্জশিট দিয়েছে সিআইডি। বাকি আসামির হলেন, মাসুদ মাহমুদ ভূঁইয়া, হাসান মাহমুদ ভূঁইয়া, হারুন রশিদ, শাহাদৎ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্লাহ খান। গুলশান থানায় করা মানি লন্ডারিং মামলার চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ক্যাসিনো ও মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির প্রমাণ পাওয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়। গত ৭ অক্টোবর এ মামলায় খালিদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে গ্রেফতার করে র্যাব। পর দিন গুলশান থানা পুলিশ মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে। খালেদ মাহমুদ ভূঁইয়ার নামে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ আরও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তার বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে ‘ফরেন একচেঞ্জ রেগুলেশনস আ্যাক্ট-১৯৪৭’-এ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে ধর্ষণের পর ফেসবুকে উল্লাসকারী ৪ জন রিমান্ডে কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা পাপিয়া ও তাঁর স্বামীকে ১৫ দিনের রিমান্ড আশুলিয়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে সিনহা হত্যা: পুলিশের করা তিন সাক্ষীর রিমান্ড চায় র্যাব বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : রিমান্ডে গ্রেফতার চারজন অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন দণ্ড ধর্ষণের শিকার ৪ জন ঢামেকের ওসিসিতে ভর্তি মিজান-বাছিরের বিচার শুরু অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রক্যাসিনো খালেদসহমানি লন্ডারিং মামলায়