কৃষি কর্মকর্তাকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩

অনলাইন ডেস্ক ; শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবিরকে হুমকির প্রতিবাদে ও স্ট্যান্ড রিলিজ স্থগিতের দাবিতে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সর্বস্তরের কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কীটনাশক বিক্রির অপরাধে পৌর শহরের মেসার্স সাহা ট্রেডার্সকে শোকজ করায় উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবিরকে হুমকির প্রতিবাদ ও স্ট্যান্ড রিলিজ স্থগিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে কৃষকরা বলেন, বিএডিসির বীজ ও সার ডিলার সাহা ট্রেডার্স দীর্ঘদিন যাবত নিয়ম ভঙ্গ করে গুদামজাত করে নকল ও ভেজাল কীটনাশক বিক্রি করে কৃষকের সঙ্গে প্রতারণা করে আসছে। এমন অভিযোগে কৃষি কর্মকর্তা আলমগীর কবির প্রতারণা বন্ধে ওই দোকান পরিদর্শন করেন। এ সময় ভেজাল ও নকল কীটনাশক বিক্রির প্রমাণ পেয়ে তাকে শোকজ করেন। এরপরই তাদের পক্ষ থেকে নানা ধরনের হুমকী দেওয়া হয় তাকে। একপর্যায়ে কৃষি কর্মকর্তা আলমগীর কবীরকে কৃষি মন্ত্রণালয় থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়। আলমগীর কবির নালিতাবাড়ীতে যোগদান করার পর থেকেই কৃষি ক্ষেত্রে সাফল্য আসতে থাকে। তাই আমরা এমন কৃষকবান্ধব কৃষি কর্মকর্তাকে হুমকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার স্ট্যান্ড রিলিজের আদেশ প্রত্যাহারের দাবি জানাই।