হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, মে ৬, ২০২৩

অনলাইন ডেস্ক ; বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ও সাপ্তাহিক ছুটির পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশে মাঝে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

শনিবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান,বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার সরকারী ছুটি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দুই দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছিলো।শনিবার সকাল থেকে আবারো যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হয়েছে।

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।