হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর ও মে দিবস উপলক্ষে টানা ছয় দিনে ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়। টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মধ্য যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, গত রোববার (০১ মে) থেকে বৃহস্পতিবার (০৫ মে) পর্যন্ত পবিত্র ঈদ-উল-ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। শনিবার (০৭ মে) পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। তিনি বলেন, একটি পত্র দ্বারা ইতিপূর্বেই হিলি কাস্টমস, হিলি স্থলবন্দর, বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট, ব্যাংক, ভারতীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, ঈদ-উল-ফিতর ও শ্রমিক দিবস উপলক্ষে টানা ছয় দিনের ছুটি শেষে শনিবার পুনরায় বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে। হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্য পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল। Share this:FacebookX Related posts: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু চার দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ৮০ দিন পর চালু হল বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিনের ঈদে ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর ২০২০ সালে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে দেশে ঋণখেলাপি ৩ লাখ ৩৫ হাজার যে কারণে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা রিজার্ভের নতুন রেকর্ড ৪৬ বিলিয়ন ডলার SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমদানি-রপ্তানি শুরুহিলি স্থলবন্দর