ব্যাংকে টাকা উত্তোলনের সীমা বাড়লো দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ অনলাইন ডেস্ক : ব্যাংকে এক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলন করা যাবে। রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো এক ক্ষুদে বার্তাতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক বলছে, নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সময়ে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা। অন্তর্বর্তী সরকার গত ০৮ অগাস্ট (বৃহস্পতিবার) শপথ নেওয়ার দিন ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে এক লাখ টাকা বেঁধে দেওয়া হয়। সে সময় বলা হয়েছিল, নতুন সরকারের শপথের দিন বেশি বেশি টাকা উত্তোলনের ঘটনা ঘটে। বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনো ভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পরে ১০ আগস্ট নগদ টাকা উত্তোলন সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়। Share this:FacebookX Related posts: ইলিশ রফতানি বন্ধের সিদ্ধান্ত দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা দুধসহ সব ধরনের পণ্যের দাম বাড়াল মিল্ক ভিটা ফের বাড়লো ডলারের দাম আরও কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ বছরে সর্বনিম্ন রিজার্ভ সিগারেট, ভ্যাপের দাম বাড়বে, অপরিবর্তিত বিড়ি ডলারের বিপরীতে টাকার সর্বোচ্চ পতন ১২ কেজির এলপি গ্যাস এখন ৯৯৯ টাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী এফবিসিসিআই ৮ দফা কমার পর বাড়লো সোনার দাম SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: উত্তোলনেরটাকাব্যাংকেসীমা বাড়লো