নির্মাণ কাজে বিএসএফের বাধা, আমদানি-রপ্তানি বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক : হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাধা দেওয়ায় করায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হিলির ব্যবসায়ীরা। রোববার বিকেল সাড়ে তিনটা থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন তারা। হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি আব্দুল আজিজ জানান, হিলি সীমান্ত এলাকা যেহেতু ঘনবসতি পূর্ণ, সেহেতু এখানকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথা রেখে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য একটি অস্থায়ী শেড নির্মাণ শুরু করি। কিন্তু বিকেলের দিকে বিএসএফের পক্ষ থেকে হঠাৎ কাজে বাধা দেওয়া হয়। তাদেরকে চিঠি দিয়েও বার বার আলোচনা করে সুরহা না মেলায় আমাদের পক্ষ থেকে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ৮০ দিন পর চালু হল বাংলাবান্ধা স্থলবন্দর ৬ দিনের ঈদে ছুটিতে বাংলাবান্ধা স্থলবন্দর সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে হিলি স্থলবন্দর দিয়ে ৩ দিনে ৫১২ মেট্রিক টন চাল আমদানী যে কারণে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ চার দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমদানি-রপ্তানি বন্ধনির্মাণ কাজেবিএসএফের বাঁধা