নির্মাণ কাজে বিএসএফের বাধা, আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক : হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাধা দেওয়ায় করায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হিলির ব্যবসায়ীরা।

রোববার বিকেল সাড়ে তিনটা থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন তারা।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি আব্দুল আজিজ জানান, হিলি সীমান্ত এলাকা যেহেতু ঘনবসতি পূর্ণ, সেহেতু এখানকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথা রেখে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য একটি অস্থায়ী শেড নির্মাণ শুরু করি। কিন্তু বিকেলের দিকে বিএসএফের পক্ষ থেকে হঠাৎ কাজে বাধা দেওয়া হয়। তাদেরকে চিঠি দিয়েও বার বার আলোচনা করে সুরহা না মেলায় আমাদের পক্ষ থেকে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।