যে কারণে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাঙালির ঐহিত্য বাংলা নববর্ষ ( পহেলা বৈশাখ) উপলক্ষে আজ বুধবার হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে এ বন্দর দিয়ে ভারত থেকে কোন পন্য বোঝাই ট্রাক দেশে প্রবেশ করেনি।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আজ কোন পন্যবার্হী ট্রাকে দেশে প্রবেশ করেনি। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।