বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২ নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ছুটিসহ ঈদ-উল-ফিতরে টানা সাত দিন বন্ধ থাকার পর দেশের চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরুর মধ্য দিয়ে ব্যস্ততম হয়ে উঠেছে দেশের অন্যতম এ স্থলবন্দরটি। বাংলাবন্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি ছুটিসহ ৩০ এপ্রিল থেকে ০৬ মে পর্যন্ত বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে সচল হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, সরকারি ছুটিসহ ঈদের ছুটির পর চতুদের্শীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানী কার্যক্রম শনিবার থেকে শুরু হয়েছে। বাংলাদেশের আমদানি-রপ্তানীকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার এন্ড অয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষে ০৬ মে পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টম সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, সরকারি ছুটিসহ ঈদ-উল-ফিতরের এক সপ্তাহ ছুটির পর সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। পণ্য লোড আনলোডসহ সকল কার্যক্রম চলছে। তবে ঈদের ছুটিতে বন্দরের আমদানি-রপ্তানীর কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সকল সেবা প্রদান অব্যাহত ছিল। ইমিগ্রেশন ওসি নজরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে সাত দিন বন্ধ থাকার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম চালু হয়েছে। তবে ঈদে আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু ছিল। Share this:FacebookX Related posts: সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দর দিয়ে ১৫ মার্চ থেকে ফের পেঁয়াজ আমদানি আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি শুরু চা পাতার সন্তোষজনক মূল্য না হলে আন্দোলনের হুশিয়ারী হিলি স্থলবন্দর দিয়ে ৩ দিনে ৫১২ মেট্রিক টন চাল আমদানী হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ চার দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু যে কারণে হিলি স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমদানি-রপ্তানি শুরুবাংলাবান্ধাস্থলবন্দরে