চার দিন পর বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ও পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

নববর্ষ উপলক্ষে গত ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এবং ১৭ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে জলপাইগুড়ি জেলায় ভোটগ্রহণ উপলক্ষে দেশের একমাত্র চর্তুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমাদানি-রপ্তানি কার্যক্রম চলেনি।

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, নববর্ষ ও বিধানসভার ভোট উপলক্ষে উভয় দেশের সম্মতিতে চার দিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে সব ধরনের পণ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। রোববার সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

ভারতের শিলিগুড়ির নর্থবেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েনের সভাপতি বিশ্বজিৎ ভৌমিক বাপ্পী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

পঞ্চগড় জেলা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা জানান, বাংলা নববর্ষ ও ভারতে বিধান সভার নির্বাচন উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে যথারীতি এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।