ফের দেশের বাজারে সোনার দামে রেকর্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ অনলাইন ডেস্ক ; দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা হয়েছে। এর মাধ্যমে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে সোনা। সোমবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৯০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৭৭৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ৩৭৯ টাকা বাড়িয়ে এক লাখ ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ৯৭১ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ছয় টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১৫ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ২০ হাজার ৮১ টাকা। Share this:FacebookX Related posts: চালু হলো পশুর ‘ডিজিটাল হাট’ আজ খুলছে অফিস-আদালত আরও কমলো টাকার মান টাকার বিপরীতে আরও বাড়লো ডলারের দাম রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্তের পরিবর্তন আরেকবার বাড়ল সোনার দাম চিনির দাম কেজিতে ২৫ টাকা বাড়াতে চিঠি সোনার দামে ফের ইতিহাস কোনো সিন্ডিকেট থাকতে পারবে না বাংলাদেশে : বাণিজ্য প্রতিমন্ত্রী আবারও স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড যেসব এলাকায় বুধবার ব্যাংক বন্ধ থাকবে ব্যাংকে টাকা উত্তোলনের সীমা বাড়লো SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: ফের দেশের বাজারেসোনার দামে রেকর্ড