ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদ উপলক্ষে টানা ছয় দিন ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে ভারত বাংলাদেশ দুই দেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ছয় দিন ছুটি শেষে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। তবে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ শেখ আশরাফুল বলেন, ঈদে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।