বাংলাবান্ধা স্থলবন্দরে বন্ধ আমদানি-রফতানি

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, সোমবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ সব ধরনের আমদানি-রফতানি বন্ধ। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় বন্দরে সকল আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক ছিল।