ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক ; ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই দুদেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া হচ্ছে না। তবে চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। দিনাজপুরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, ২৬ জানুয়ারি ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। সেখানে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের মাধ্যমে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এর ফলে আজ সকাল থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানান তিনি। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সাথে পাসপোর্ট যাত্রী পারাপারে কোনো সম্পর্ক নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকে। Share this:FacebookX Related posts: হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ হিলি বন্দর দিয়ে ১৫ মার্চ থেকে ফের পেঁয়াজ আমদানি চা পাতার সন্তোষজনক মূল্য না হলে আন্দোলনের হুশিয়ারী সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে হিলি স্থলবন্দর দিয়ে ৩ দিনে ৫১২ মেট্রিক টন চাল আমদানী বিরামপুরে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এজিএম সভা অনুষ্ঠিত রাজশাহীতে নতুন পেঁয়াজের দাম পেয়ে খুশি কৃষক আখাউড়া বন্দরে আমদানি-রপ্তানি শুরু ৮০ দিন পর চালু হল বাংলাবান্ধা স্থলবন্দর শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত গৌরীপুরে শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে নিন্মবিত্ত-মধ্যবিত্তের নাভিশ্বাস! নওগাঁয় চালের দাম না কমলেও কমেছে ধানের SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আমদানি-রপ্তানি বন্ধপ্রজাতন্ত্র দিবসভারতহিলি বন্দর