প্রতিপক্ষ কে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নান্দিয়াপাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে (এক) টি দেশীয় তৈরী এলজিসহ মোঃ হাফিজ উদ্দিন (৪৫) এবং মোঃ বেলাল হোসেন (৩২) কে আটক করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মো: মহিন উদ্দিন নামে একজন পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সকালে সোনাইমুড়ি থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১১ লক্ষীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো: আবু ছালেহ সাংবাদিকদের জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে মোঃ হাফিজ উদ্দিন (৪৫) তার বন্ধু মোঃ মহিন উদ্দিন এবং ভাতিজা মোঃ বেলাল হোসেনের সহায়তায় মোঃ করিব হোসেনকে র‌্যাবের হাতে অস্ত্র মামলায় ফাঁসানোর জন্য তারা চেষ্টা চালায়। পরে খবর পেয়ে র‌্যাব গিয়ে হাফিজ ও বেলাল কে শুক্রবার গভীর রাতে অস্ত্রসহ আটক করে। এসময় মহিন নামে একজন পালিযে যায়।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার দেখিয়ে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।