হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ কার্তুজ উদ্ধার

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে একটি পরিত্যক্ত অকেজো দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
সোমবার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও থানার ওসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার আলীপুর এলাকার সরকারি ডেইরি ফার্ম সড়কে সুন্দরী ছড়া সংলগ্ন একটি পরিত্যক্ত দোকান থেকে অবৈধ অকেজো অস্ত্রসহ কার্তুজ উদ্ধার করা হয়। তবে কাউকে ঘটনাস্থল থেকে আটক করা যায় নি।

এব্যাপারে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী সার্কেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি পরিত্যক্ত টিনসেট দোকান থেকে কাপড় মোড়ানো অবস্থায় দেশীয় অকেজো এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রগুলো কার সে সম্পর্কে জানা না গেলেও তদন্ত করে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।