নোয়াখালীতে আন্তঃজেলা নারী চোর চক্রের ছয়জন নারী সদস্যসহ আটক-৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা নারী চোর চক্রের ছয়জন নারী সদস্যসহ ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তাদের কাছ থেকে ১৪ বস্তা চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, জেলা শহর মাইজদীর নতুন বাস স্ট্যান্ড এলাকার জুলেখা আক্তার (৩৭), জেসমিন আক্তার (৩৯), লক্ষ্মীণারায়ণপুর এলাকার সেলিনা আক্তার (২৭), রোকসানা আক্তার (২৫), কাদির হানিফ ইউনিয়নের সফিপুর গ্রামের রোজিনা আক্তার (৩০), মনোয়ারা বেগম তানিয়া (৩৫) ও মাইজদী নতুন বাস স্ট্যান্ড এলাকার জহির আহম্মেদ (৫৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাঈদ মিয়ার নেতৃত্বে সোমবার দিবাগত রাত মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়। রাত প্রথমে নতুন বাস স্ট্যান্ড এলাকায় জুলেখার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে একই এলাকা থেকে জেসমিন ও তার স্বামী সিএনজি চালক জহির, লক্ষ্মীণারায়ণপুর থেকে সেলিনা, রোকসানা ও সফিপুর থেকে রোজিনা এবং তানিয়াকে আটক করা হয়। পরে ভোরের দিকে সোনাপুর এলাকায় চোর চক্রের দুই সদস্য আজমীরি ও শান্তার বাড়ীতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও তাদের বাড়িসহ আটককৃতদের বাড়ি থেকে মোট ১৪ বস্তা চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাঈদ মিয়া জানান, আটককৃত নারী চোর চক্রের এসব সদস্য নোয়াখালী, ফেনী ও কুমিল্লাসহ বিভিন্ন জেলা শহরের বড় শপিং মহলগুলোকে টার্গেট করে কাজ করতো। এরা ৭/৮জন এক সাথে প্রথমে একটি দোকানে গিয়ে কোন কর্মচারীকে টাকা দিয়ে হাত করে নিতো। পরে তাদের মধ্যে ২/৩জন দোকানের মালিক বা ম্যানেজারের সঙ্গে কথা বলে তাদের ব্যস্ত রাখতো এবং এই সুযোগে অন্য সদস্যরা দোকান থেকে মালামাল চুরি করে নিয়ে কেটে পড়তো। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ী, থ্রি-পিস, জুতা ও কসমেটিকস ইত্যাদি। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এই নারী চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ৩ মাদকব্যবসায়ীসহ আটক-৭ ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব পদ্ধতিতে গাঁজা পাচার মামা-ভাগিনাসহ আটক-৩ নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত আশুগঞ্জে ২১ কেজি গাঁজা ও ১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী আটক পটিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মাদক ব্যবসায় বাধা দেয়ায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা আটক ৬ কুমিল্লায় পুলিশ পরিদর্শক ও দারোগাসহ গ্রেফতার ৫ হাটহাজারীতে চোলাইমদসহ দুইটি গাড়ী আটক নোয়াখালী সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক টেকনাফে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক SHARES Matched Content অপরাধ বিষয়: আটক-৭আন্তঃজেলানারী চোর চক্রের ছয়জন নারী সদস্যসহনোয়াখালী