দৌলতপুরে প্রতিপক্ষের পেট্রল বোমায় ৬ জন দগ্ধ, আহত ১৬

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মানদী বেষ্টিত চিলমারী ইউনিয়নের ইউনিয়ন বাজার এলাকায় প্রতিপক্ষের ছোড়া পেট্রল বোমায় ৬ জন দগ্ধ ১৬ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে পদ্মানদী বেষ্টিত দুর্গম চিলমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানায়, সম্প্রতি এলাকায় একটি রাস্তা নির্মাণ কে কেন্দ্র করে খাঁ গ্রুপ ও মন্ডল গ্রুপের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার বিকালে খাঁ গ্রুপের লোকেরা ধারালো অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে মন্ডল গ্রুপের লোকজন কে ধাওয়া করে এবং পিটিয়ে আহত করে। এসময় মন্ডল গ্রুপের কয়েকজন পালিয়ে বসত ঘরে আশ্রয় নিলে সেই ঘরে প্রেট্রল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। আগুনে ৬ জন দগ্ধসহ ১৬ জন আহত হয়।

দগ্ধ ৬ জনের মধ্যে ফজল মন্ডল (৬৫) সাইদুল কাজী (৪৮) ফারুক (২৫) ও দিনি মন্ডল (৭০) কে শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ভতি করা হয়েছে। এদেও মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানিয়েছে। এছাড়া আকতার মন্ডল (৩৫) হালিমা (৪০) শাহীন (৩২) ও হালিমা খাতুন (৪৮) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মোজাম্মেল মন্ডল বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেছে। পুলিশ ঘটনায় জড়িত আরশাদ খাঁ, বাচ্চু, জামরুল খাঁ ও জলিল শিকদার কে আটক করেছে।

দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমান জানান, বিবাদমান দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জড়িত থাকায় কয়েকজন কে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।