অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ১৫

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৯ জন পুরুষ ও ৬ নারীকে আটক করেছে বিজিবি-৫৮।
ঈদের দিন বুধবার সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার সরনখোলা থানার তাফালবাড়ী গ্রামের মৃত নুর পেদার ছেলে মো. কামরুল পেদা (৩৫), তার স্ত্রী সেতারা বেগম (৩০), একই থানার উত্তর তাফালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে মো. নাসির উদ্দিন (৫৫), একই গ্রামের মৃত চান ব্যাপারীর ছেলে মো. হেমায়েত ব্যাপারী (৫০), তার স্ত্রী খাদিজা বেগম (৪৫), সোনাতলা গ্রামের মো. রতনের স্ত্রী জহুরা বেগম (৩৫), একই গ্রামের মো. সাবাহ উদ্দিনের স্ত্রী ফাহিমা আক্তার (২৬), উত্তর কদমতলা গ্রামের মো. আলমগীর হোসেনের স্ত্রী লামিয়া আক্তার (১৮), ঝালকাঠি জেলার নলছিটি থানার ফুলহরি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. জামান খান (৩৯) এবং পিরোজপুর জেলার সদর থানার খুমুড়িয়া গ্রামের মো. জলিল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২৪), মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম রাজৈর গ্রামের মৃত মোকাম্মেল হকের ছেলে মো. হাবিবুর রহমান শেখ (৩৫), নড়াইল জেলার লোহাগড়া থানার বয়ড়া গ্রামের মৃত সমরেজ উদ্দিন শেখের ছেলে মো. মোর্শেদ আলম (৪৬), তার স্ত্রী নাছিমা বেগম (৩৫), মাগুরা জেলার শালিকা থানার কাঠালবাড়িয়া গ্রামের উজ্জল কুন্ডর ছেলে শুভ কুন্ড (২২) এবং গোপালগঞ্জ জেলার সদর থানার করপাড়া গ্রামের মানিক বিশ্বাসের ছেলে মনোজ বিশ্বাস (২৭)।

ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় মাটিলা বিওপি থেকে ৫ জন পুরুষ ও ৫ জন নারী আটক করা হয়। এরপর একই বিওপি থেকে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ৪ পুরুষ ও ১ নারীকে আটক করা হয়। এরা সবাই বাংলাদেশি নাগরিক। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।