বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি হিরো হোন্ডা মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়। যশোরের মোশারফ হোসেনের ছেলে মেহেদী হাসান (৩২) ও বেনাপোলের মাহামুদুর রহমানের ছেলে খালেদুর রহমান (২৮) কে আটক করে বিজিবি সদস্যরা।

২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।আটক আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।