জলঢাকায় জেলা ছাত্রশিবিরের সভাপতিসহ আটক ৫

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

অনলাইন ডেস্ক : নীলফামারীর জলঢাকা উপজেলার দক্ষিণ দেশিবাই কাচারিপাড়ায় বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামায়াত-শিবিরের ৫জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, জামায়াতি ইসলাম বাংলাদেশ জলঢাকা উপজেলা শাখার আমির মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত করার জন্য শলা পরামর্শ, দিকনির্দেশনা এবং ধ্বংসাত্মক কাজ করার পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

পুলিশ অভিযান পরিচালনা করে জলঢাকা উপজেলা নায়েবে আমির কামারুজ্জামান (৪৮), নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), জলঢাকা উপজেলা ছাত্রশিবিরের কোষাধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম(২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও শিবির কর্মী মাইনুল ইসলাম (২০) কে আটক করে পুলিশ।

আটককৃতদের কাছ থেকে জেহাদি বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা মূলক কার্যক্রম করার পরিকল্পনাসহ প্রস্তুতি গ্রহণ করার অপরাধে জলঢাকা থানার মামলা করা হয়। এবং গ্রেফতারকৃতদের বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

এব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম জানান, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে যাহারাই জড়িত থাকবে আমরা সবাইকে আইনের আওতায় আনবো।