তরুণী গণধর্ষণের মামলায় ২আসামী গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ২১, ২০২১ অনলাইন ডেস্ক : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে নারীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম নিজেই ডুমুরিয়া থানায় তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছে। যার নং-১৭, তারিখ ২০/০৫/২১ইং। গ্রেপ্তারকৃতরা হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আমজাদ গাজীর পুত্র রায়হান গাজী (২৩) এবং একাধিক মাদক মামলার আসামী চুকনগর গ্রামের আব্দুল হামিদ গাজীর পুত্র আসাবুর রহমান আশিক গাজী (২৩)। মামলার বিবরণে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে ভিকটিম চুডুমুরিয়ার চুকনগর বাজারের গোলাম রোডে রাস্তার উপর দাঁড়িয়ে পরিচিত এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এসময় আসামীরা তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। নরনিয়া গ্রামের মৃত নজির উদ্দীন গাজীর পুত্র ইউসুফ হারুন গাজীর ধানের চাতালের দোচালা একটি টিনের ঘরে পরিচিত ব্যক্তিকে আটকে রেখে ভিকটিমকে অন্য ঘরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। এসময় ভিকটিম ওই রাতেই ৯৯৯ নম্বরে কল দিয়ে ঘটনার বিবরণ দিলে রাতেই ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম আসামীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে আশিকের পিতা আব্দুল হামিদ গাজী বলেন, আমি ঘটনাটি শুনেছি। কিন্তু আসলে কি হয়েছে তা আমি জানি না। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এস আই ইমদাদুল হককে। Share this:FacebookX Related posts: যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক নড়াইলে আটক ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত বেনাপোলে দুই মাদক বহনকারী গ্রেফতার সাতক্ষীরার সীমান্তে ১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক মাগুরায় পুরুষ ধরা ফাঁদের সন্ধান : তিন নারীসহ ৯ জন আটক বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১ বেনাপোলে পুলিশের অভিযান ভারতীয় মাদক সহ আটক-৭ খুলনার তেরখাদা থানার রবিউল হত্যার রহস্য উম্মোচন বাগেরহাটে ৪ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ২আসামী গ্রেফতারগণধর্ষণের মামলায়তরুণী