বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

বেনাপোল(যশোর)প্রতিনিধি : যশোরের বেনাপোলে এক কেজি গাঁজাসহ মোঃ শাহজামাল(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ৷ গ্রেফতার মাদক ব্যবসায়ী শাহাজামাল রঘুনাথপুর গ্রামের হামজার আলী মল্লিকের ছেলে৷

বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল পোর্ট থানার এসআই রফিকুল ইসলাম,এএসআই শাহীন ফরহাদ, এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে৷

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি আরো বলেন, আটক আসামিকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।