শ্রীমঙ্গলে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত এক

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৩

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বজ্রপাতে রিয়াজ উদ্দিন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন জায়দর মিয়া (৫০) নামে একজন। রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ৩ নং সদর ইউনিয়নের (পশ্চিম শ্রীমঙ্গল) লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলায় প্রচুর বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। রিয়াজ উদ্দিন হাইল হাওরে ধান কাটার জন্য গেলে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত তার গায়ে এসে পড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত রিয়াজ উদ্দিন শ্রীমঙ্গল লালবাগ আবাসিক এলাকার মহব্বত আলীর ছেলে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার অজন্তা দেবী জানান, আজ সকালে (পশ্চিম শ্রীমঙ্গল) বজ্রঘাতে গুরুতর আহত অবস্থায় দুইজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। আনার পর একজন মারা যান। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।