শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ শরিফ উদ্দিন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।

শুক্রবার রাত ১২টার দিকে সিন্দুরখান ইউনিয়নের ইসলামবাগ গ্রামের তার বাড়ির সামনে থেকে ধাওয়া করে ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদক মুক্ত রাখার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১৮৫ পিস ইয়াবাসহ শরিফ উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।