শ্রীমঙ্গলে দুই টাকায় ইফতার বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক : সিয়াম সাধনার মাস রমজান৷ বিশ্বের সকল মুসলমান ধর্মালম্বীরা এই পবিত্র মাসে স্রষ্টার নৈকট্য লাভের আশায় দিয়ে থাকেন সংযমের পরীক্ষা। কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও সত্য সবার জীবনে রমজান মাস একই বাস্তবতা নিয়ে হাজির হয় না৷ অসহায় আর নিম্নবিত্ত মানুষের জীবনে রমজান মাসের বাস্তবতা বেশ চ্যালেঞ্জিং৷ সারাদিন রোযা রেখেও একবেলা ইফতারের ব্যবস্থা করতে পারেন না তারা৷ চায়ের নগরী খ্যাত শ্রীমঙ্গলে সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ ‘দুই টাকায় ইফতার’ শিরোনামে শ্রীমঙ্গলে ইফতার বিতরণ করছে উচ্চমাধ্যমিকের গন্ডী না পেরোনো শ্রীমঙ্গলের একদল কিশোর৷ সংগঠনটির উদ্যোগে ১ম দিন শহরের রেলস্টেশন প্রাঙ্গণে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে ৭ পদের ইফতার বিতরণ করা হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম চলেছে শান্তিবাগের একটি এতিমখানায়৷ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর৷ এই আয়োজন কতদিন চলবে সেই বিষয়ে জানতে চাইলে সংগঠনের মডারেটর রিমু চৌধুরী বলেন, “দেখুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি৷ বাকিটা নির্ভর করছে আমাদের সামর্থ্য আর মানুষের সাহায্যের উপর৷ আমরা বিশ্বাস করি শ্রীমঙ্গলে এমন সামর্থ্যবান মানুষও আছেন যারা চাইলে একাই একদিনের বিতরণের দায়িত্ব নিতে পারেন৷ আমাদের প্রোগ্রাম চলমান রাখতে তাদের এগিয়ে আসা খুব জরুরি৷ আমরা তারা এগিয়ে আসলে আমরা রমজানের প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক আমরা৷” সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছে, করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য উদ্যোগ৷ ফ্রীতে খাবার নিয়ে যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্য ইফতারের বিনিময়ে ২ টাকা করে নিচ্ছেন তারা। সুবিধাবঞ্চিতদের সেবায় সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭৯০৮৮১৭৫১ নাম্বারে৷ Share this:FacebookX Related posts: শ্রীমঙ্গলে ১৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান শ্রীমঙ্গলে ভেজালকারীকে কারাদন্ড ও জরিমানা, মিল সিলগালা বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ ‘ব্রকলি’ চাষ বাড়ছে শ্রীমঙ্গলে তাহিরপুরে সজীব ওয়াজেদ জয় পরিষদের কমিটি গঠন তাহিরপুরে পল্লীতে আগুন লেগে লক্ষ টাকার মালামাল ভম্বিভুত তাহিরপুরে স্কুলের দরজা ভেঙ্গে উপকরন লুপাটের অভিযোগ বেতনের টাকায় খাদ্য সহায়তা তুলে দিলেন তাহিরপুর থানা পুলিশ গুমাই নদীতে ট্রলারডুবি, আরও দুজনের লাশ উদ্ধার আজমিরীগঞ্জে অবৈধ পন্হায় মাটি উত্তোলনের দায়ে একজনের করাদণ্ড ধর্মপাশায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ইফতার বিতরণদুই টাকায়শ্রীমঙ্গলে