শ্রীমঙ্গলে দুই টাকায় ইফতার বিতরণ

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক : সিয়াম সাধনার মাস রমজান৷ বিশ্বের সকল মুসলমান ধর্মালম্বীরা এই পবিত্র মাসে স্রষ্টার নৈকট্য লাভের আশায় দিয়ে থাকেন সংযমের পরীক্ষা। কিন্তু, দুর্ভাগ্যজনক হলেও সত্য সবার জীবনে রমজান মাস একই বাস্তবতা নিয়ে হাজির হয় না৷ অসহায় আর নিম্নবিত্ত মানুষের জীবনে রমজান মাসের বাস্তবতা বেশ চ্যালেঞ্জিং৷ সারাদিন রোযা রেখেও একবেলা ইফতারের ব্যবস্থা করতে পারেন না তারা৷

চায়ের নগরী খ্যাত শ্রীমঙ্গলে সেইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন ‘দ্যা হেল্পিং উইং’৷ ‘দুই টাকায় ইফতার’ শিরোনামে শ্রীমঙ্গলে ইফতার বিতরণ করছে উচ্চমাধ্যমিকের গন্ডী না পেরোনো শ্রীমঙ্গলের একদল কিশোর৷

সংগঠনটির উদ্যোগে ১ম দিন শহরের রেলস্টেশন প্রাঙ্গণে খেটে-খাওয়া অসহায় মানুষের মাঝে ৭ পদের ইফতার বিতরণ করা হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম চলেছে শান্তিবাগের একটি এতিমখানায়৷ সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর৷

এই আয়োজন কতদিন চলবে সেই বিষয়ে জানতে চাইলে সংগঠনের মডারেটর রিমু চৌধুরী বলেন, “দেখুন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি৷ বাকিটা নির্ভর করছে আমাদের সামর্থ্য আর মানুষের সাহায্যের উপর৷ আমরা বিশ্বাস করি শ্রীমঙ্গলে এমন সামর্থ্যবান মানুষও আছেন যারা চাইলে একাই একদিনের বিতরণের দায়িত্ব নিতে পারেন৷ আমাদের প্রোগ্রাম চলমান রাখতে তাদের এগিয়ে আসা খুব জরুরি৷ আমরা তারা এগিয়ে আসলে আমরা রমজানের প্রতিদিন এই কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক আমরা৷”

সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছে, করোনা প্রাদুর্ভাবে থমকে যাওয়া অর্থনীতির সাথে সাথে অচল হয়ে যাওয়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ গুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য উদ্যোগ৷ ফ্রীতে খাবার নিয়ে যাতে কারো আত্মসম্মানে আঘাত না লাগে সেজন্য ইফতারের বিনিময়ে ২ টাকা করে নিচ্ছেন তারা।

সুবিধাবঞ্চিতদের সেবায় সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে৷

সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭৯০৮৮১৭৫১ নাম্বারে৷