কমলগঞ্জে সাপের কামড়ে মৃত্যু

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুন ২, ২০২২

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার জেলার কমলগঞ্জে সাপের কামড়ে লিলাই বিবি (৪৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।বুধবার (১ জুন) সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত লিলাই বিবি মধ্যভাগ এলাকার একরাম উদ্দিনের স্ত্রী। সাপের কামড়ে লিলাই বিবির মৃত্যুর ঘটনায় ডাক্তারের অবহেলা রয়েছে বলে অভিযোগ করেন নিহতের পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে লিলাই বিবি রান্না ঘরে গিয়ে চা তৈরি করতে লাকড়ি আনতে গেলে একটি সাপ তার আঙ্গুলে কামড় দেয়। সাথে সাথে তাঁর ছেলে বাবুল মিয়া তাকে নিয়ে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসার পথে রাস্তাতেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে বাবুল মিয়ার অভিযোগ, তার মাকে সাপের কামড়ের চিকিৎসার নামে অন্য চিকিৎসা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কর্তব্যরত ডাক্তার বলেছেন ঐটা বিষধর সাপ নয়, এমনিতেই সেরে যাবে এবং মাকে বাড়ি নিয়ে যেতে বলেন। বাড়িতে নেয়ার পথে তার মায়ের মৃত্যু হয়। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করে বলেন সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ জানাবেন।