শ্রীমঙ্গলে ভেজালকারীকে কারাদন্ড ও জরিমানা, মিল সিলগালা

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নতুনবাজার এলাকার সোনার বাংলা সড়কের একটি মসলার মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল মসলা জব্দ করা হয়েছে এবং ভেজালকারী রকিব মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্যরাতে শহরের সোনার বাংলা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এছাড়া অভিযানস্থলে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার এসআই রোকনুজ্জামান ও সঙ্গীয় ফোর্স এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার লোকজন।

অভিযানকারী দল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রকিবের মসলার মিলে পরিচালিত এ অভিযানে ভেজাল মিশ্রিত মরিচের গুঁড়া ১৪ বস্তা, হলুদের গুঁড়া ১১ বস্তা, চালের কুড়া ৫ বস্তা, অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে বিছিয়ে রাখা প্রায় ৪৫ কেজি ভেজাল মিশ্রিত মরিচের গুঁড়া জব্দ করা হয়।খাদ্যে ভেজাল মেশানোর দায়ে অভিযুক্ত অপরাধকারী তার অপরাধ স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জব্দকৃত ভেজাল মালামাল ধ্বংস করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।

মধ্যরাতে অভিযান পরিচালনাকারী শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, এই মসলার মিলে ধান ও চালের কুড়া মিশিয়ে মসলা তৈরী করে বিভিন্ন জায়গায় বাজারজাত করা হচ্ছিলো।

এছাড়া সম্পুর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই এ কারখানাটি চালানো হচ্ছিলো। এর আগেও এই কারখানাকে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতের কারনে জরিমানা ও সতর্ক করা হয়। কিন্তু সে সংশোধন হয়নি, বরং পুনরায় মশলায় ভেজাল মিশিয়ে মশলা প্রস্তুত করছিলো এমন অপরাধে ভোক্তা অধিকার আইনে রকিব মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং কারখানাটি (মিল) সিলগালা করে দেওয়া হয়।