শ্রীমঙ্গলে নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক-কর্মচারিদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের আয়োজনে ৯৬ জন নন-এমপিও শিক্ষক প্রত্যেকে পাঁচ হাজার টাকা ও ৩৮ জন কর্মচারি প্রত্যেকে দুই হাজার পাঁচশত টাকা করে প্রণোদনা পান। সর্বমোট ১৩৪ জন শিক্ষক-কর্মচারির মাঝে পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা চেক আকারে বিতরণ করা হয়।

এই সংকটকালীন সময়ে আর্থিক প্রণোদনা পেয়ে শিক্ষক-কর্মচারিগণ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রণোদনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।