বঙ্গমাতার জন্মবার্ষিকীতে শ্রীমঙ্গলে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, সিন্দুরখান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, কালীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিলন শীলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে প্রতিবন্ধীসহ উপজেলার ৬ জন নারীর মাঝে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে ড. আব্দুস শহীদ এমপি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছার। বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর আজন্মের সাথী। বঙ্গমাতা সব সময় বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছে এবং সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, বঙ্গমাতার জীবনী থেকে মেয়েদের অনেক শেখার আছে কিভাবে পরিবারে সহযোগিতা করতে হয়। পরিবারকে স্বাবলম্বী করে তুলতে হয়। তিনি বলেন যাদের সেলাই মেশিন দেয়া হয়েছে তারা সবাই রোজি করে পরিবারকে সহযোগিতা করবে। বঙ্গমাতাও উনার জীবন দশায় পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করেছেন।