নীলফামারীতে চোরচক্রের তিন সদস্য আটক

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

অনলাইন ডেস্ক ; আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ। গ্রেফতার অভিযানের সময় তিন চোরসহ চারটি চোরাই অটোভ্যান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন হানিফা ওরফে হানিফা ডাকাত, পলাশ ওরফে পরেশ ঋষী ও জগদীশ ওরফে হোলু।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে অভিযানের কথা জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

মোস্তফা মঞ্জুর পিপিএম।