মদসহ ভারতীয় ট্রাকচালক আটক

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

অনলাইন ডেস্ক ; দিনাজপুরের হিলি পানামা পোর্টে অভ্যন্তরে আমদানিকৃত ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে ২৩ বোতল মদসহ চালককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার রাত সাড়ে ৭টার দিকে হিলি পানামা পোর্ট অভ্যন্তরে প্রবেশ করলে ভূসি বোঝাই ডব্লিও বি-বিবিসি ৪৯১৯ একটি ট্রাকের ক্যাবিন থেকে মদ উদ্ধার, গাড়ির কাগজপত্র জব্দ ও চালককে আটক করা হয়।

আটককৃত গৌতম রায় ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার বোল্লা গ্রামের বাসিন্দা।

হিলি কাস্টমস উপ-কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, গোয়েন্দা সংস্থার তথ্যমতে- পানামা হিলি পোর্টে অবস্থানকালে ভারতীয় ওই ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকের কেবিন তল্লাশি করে ২৩ বোতল দামি ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ট্রাকচালক গৌতম রায়কে আটক করা হয়েছে।

এ ব্যাপারে হাকিমপুর থানায় মাদক পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন কাষ্টমস কর্মকর্তা।