পঞ্চগড়ে ৩২১ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভারতীয় ৩২১ বোতল ফেনসিডিলসহ মলিন সরকার (৫৫) এবং শেফালী রানী (৪৫) স্বামী-স্ত্রী দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস. আই মো. মাসুদ রানা নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ধামোর ইউনিয়নে এক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সুত্র জানায়, ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী এলাকার দিঘিরকোন গ্রামের মলিন সরকারের শয়ন কক্ষের মালামাল রাখার ব্যবহৃত মাচার নিচে ভারতীয় ৩২১ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ মলিন সরকারসহ তার স্ত্রী শেফালী রানীকে আটক করে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ৩২১ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করে আজ ৩০ আগষ্ট মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।