চুরি হওয়া পিকআপ উদ্ধার করলো তারাকান্দা থানা পুলিশ

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

অনলাইন ডেস্ক ; ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই যাওয়া একটি পিকআপ উদ্ধার করেছে।
জানাযায়,ময়মনসিংহ জেলা ভালুকা থানার হবির বাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের মৃত আলাউদ্দিন মোল্লার পুত্র মোঃ শহীদ মোল্লার একটি পিকআপ ১৭/০৪/২৩ গাজীপুর জেলার শ্রীপুর জয়নাবাজার হইতে চুরি হয়। ১৯/০৪/২৩ তারিখে জরুরি সেবা৯৯৯ সংবাদ প্রদান করেন যে তাহার একটি টাটা এস -২ কোম্পানির পিকআপ চুরি যাওয়া তারাকান্দা থানা এলাকায় রয়েছে মর্মে পুলিশী সহায়তা চান।

বুধবার (১৯এপ্রিল) দুপুর ১ঃ টায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের’ র নির্দেশে এসআই রায়হানুর রহমানসহ পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি সহায়তায় উক্ত পিকআপ এর অবস্থান সনাক্ত করেন। তারপর তারাকান্দা থানাধীন দোগাছি গ্রামের বঙ্গবন্ধুর ডিগ্রী কলেজের সামনে থেকে পিকআপটি উদ্ধার করেন।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, একটি পিক আপ উদ্ধার হয়েছে তবে অজ্ঞাতনামা চোর উক্ত পিকআপটি ফেলে দিয়ে পালিয়ে যায়। পিকআপের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। জড়িত চোরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।