হাসপাতালের ময়লা থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৩

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়লার স্তুপ হতে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সোয়া ৪টার দিকে সদর হাসপাতালের নতুন ভবনের সামনে ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে জরুরী বিভাগের কর্তব্যরত সেচ্ছাসেবীরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, বেলা সোয়া ৪টার দিকে জানতে পারি পলিথিনে মোড়ানো একটি নবজাতক নতুন ভবনের সামনে ময়লার স্তুপে পড়ে আছে। নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে ভুমিষ্ঠ হওয়ার পরপরই কেউ সেখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও বলেন,ধারনা করা হচ্ছে পরিপূর্ণ বয়সেই নবজাতকটি ভুমিষ্ঠ হয়েছে। ময়নাতদন্তের পর ডিএনএ পরীক্ষার জন্য নবজাতকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করার বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।