পিকআপ ভ্যান থেকে গাঁজা জব্দ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৩

অনলাইন ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে একটি পিকআপ ভ্যান থেকে দুই বস্তায় ১৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন-নওয়াপাড়া এলাকার একটি ফিলিং ষ্টেশনে পার্কিং করা পিকআপ ভ্যান থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বাদি হয়ে একটি মামলা করেছেন।

ফকিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম বলেন, ‘সকাল থেকেই আমাদের কাছে সংবাদ ছিল ঢাকা থেকে মাদকের একটা বড় চালান আসবে।

এর ভিত্তিতে সকাল থেকেই পুলিশের অভিযান শুরু হয়। সর্বশেষ রাতে কামাল ফিলিং ষ্টেশনে থেমে থাকা পিকআপ ভ্যানকে সন্দেহ হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা দু’জন পালিয়ে যায়। পিকআপে মাছের ড্রামে দুটি বস্তায় ১৮ কেজি গাঁজা রাখা হয়েছিল। পিকআপসহ গাজা জব্দ করা হয়েছে। মাদক কারবারিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’