লোহাগড়ায় বিএনপির অবস্থান কর্মসূচীতে সংর্ঘষ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : সারা দেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় বিএনপির অবস্থান কর্মসূচী পালনকালে আভ্যন্তরীন কোন্দলের জের ধরে দফায় দফায় সংঘর্ষ ও চেয়ার ভাংচুর করা হয়। এ সময় তিনজন আহত হয়েছে । এ কারনে অবস্থান কর্মসূচী পন্ড হয়ে গেছে।

দলীয় সূত্রে জানা গেছে ,বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যের উর্ধ্বগতিসহ ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচী চলছিল। উপজেলা বিএনপির আহবায়ক জিএম নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাতি জুলফিকার আলী মন্ডল।

এ সময় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেওয়ার সময় বিএনপির নেতা মফিজুর রহমানের সাথে কাশিপুর ইউপি বিএনপির সভাপতি মিরাজুল ইসলাম ফকিরের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে সিনিয়র নেতা আবু হায়াত সাবুর সাথে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম শাহীন বিপ্লবের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় বিএনপির নেতা-কর্মীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় আবু হায়াত সাবু, সাইদ হাসান শিপলু ও রবীন নামের তিন নেতা আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ লাঠিচার্জ করলে নেতা-কর্মীরা সভাস্থল ত্যাগ করে ।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান জানান, বিএনপির অভ্যন্তরীন কোন্দলে দুই গ্রুপে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।