হালুয়াঘাটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৩
হালুয়াঘাটে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

হালুয়াঘাট(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসহযোগী সংগঠন ও হালুয়াঘাট উপজেলা বিএনপি,পৌরশাখার উদ্যোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধায় পৌর শহরের হালুয়াঘাট ডিএস আলীম মাদ্রাসা মাঠে এই ইফতার মাহফিল এর আযোজন করা হয়।

উক্ত ইফতার মাহফিলে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিতে¦ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সম্মানিত সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ আলী, হানিফ মোঃ শাকের উল্লাহ, আরফান আলী, আনিসুর রহমান মানিক, আলী আশরাফ ,বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, ফারহান রাব্বানী সুমন, ময়মনসিংহ জেলা উত্তর মহিলা দলের সহ-সভাপতি মনোয়ারা খাতুন ময়না, সাধারণ সম্পাদক হোসনে আরা নিলুসহ ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক সুমি আক্তার, ময়মনসিংহ জেলা উত্তর সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম সামসু, ময়মনসিংহ জেলা উত্তর জাসাস এর সহসভাপতি রাশেদুল আলম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, ময়মনসিংহ জেলা উত্তর এর সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট সেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন প্রমূখ। এছাড়াও জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।