শ্রীফলতলা ইউনিয়ন পরিষদকে ডিজিটালাইজড প্রতিষ্ঠানে উন্নীতকরণের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০ আতিয়ার রহমা,খুলনা : ‘মুজিববর্ষের অঙ্গিকার ডিজিটালাইজড হবে স্থানীয় সরকার’ এই স্লোগানকে সামনে রেখে উদ্ভাবনী কার্যক্রম হিসেবে এসডিজি ম্যাপিং ও ইউনিয়ন পরিষদকে শতভাগ ডিজিটালাইড সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানে উন্নীতকরণ প্রকল্প গ্রহণ করেছে খুলনা জেলা প্রশাসন। এই প্রকল্পের আওতায় গতকাল সোমবার খুলনার শ্রীফলতলা ইউনিয়ন পরিষদকে শতভাগ ডিজিটালাইজ প্রতিষ্ঠানে উন্নীতকরণের কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। উদ্বোধনীতে জানানো হয়, এই প্রকল্পের আওতায় উক্ত ইউনিয়নের সকলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীসহ বিভিন্ন ধরণের সরকারি সেবা প্রদানে এই তথ্য সহায়ক ভূমিকা পালন করবে। এই প্রকল্পের আওতায় ডিজিটাল পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে নাগরিক সনদ, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদ, গ্রাম আদালতের মামলার নোটিশ প্রেরণ, এসএমএসের মাধ্যমে জনগণের কাছে বার্তা প্রেরণ, বিবাহ নিবন্ধনসহ ৪০টি সেবা অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সরকার চায় তৃণমূলের জনগণ যেন হয়রানি ও দুর্নীতিমুক্তভাবে সকল সেবা পেতে পারে। এজন্য ধীরে ধীরে সকল সেবাকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। সেক্ষেত্রে একটি সঠিক তথ্যভান্ডার গড়ে তোলার মাধ্যমে শ্রীফলতলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করা হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, রূপসা উপজেলার নির্বাহী অফিসার নাসরিন আক্তার, অনলাইন ইউপি এ্যাসেসমেন্ট ফার্মের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু নাসের প্রমুখ। সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসহাক সরকার। প্রকল্পের বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করেন ইউএনডিপি’র ডিএফও মোঃ ইকবাল হাসান। উল্লেখ্য ইউএনডিপির কারিগরী সহায়তায় অনলাইন ইউপি এ্যাসেসমেন্ট ফার্ম লিমিটেড এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। Share this:FacebookX Related posts: খুলনা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নপূরী স্কুলে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকই একমাত্র ভরসা! কুয়েটে জাকজঁমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত যশোরে প্রথমবারের মত করোনা রোগী সনাক্ত খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন মেহেরপুরে গাংনী পৌরসভার বাজেট ঘোষনা দীর্ঘ চার বছরেও নির্মাণ হয়নি জনগুরুত্বপূর্ণ ব্রীজের এ্যাপোচ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার শার্শা উপজেলা করোনায় মোট আক্রান্ত ৬৮ : মৃত্যু-২ কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী শার্শার বাগআঁচড়া পরিষদে বাজার কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে চোরাই মোটরসাইকেলসহ ভুয়া পুলিশ সদস্য আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: উন্নীতকরণ উদ্বোধনডিজিটালাইজড প্রতিষ্ঠানশ্রীফলতলা ইউনিয়ন পরিষদ