নিষিদ্ধ পানীয়-প্রসাধনী বিক্রি বন্ধে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত এবং নিষিদ্ধ প্রসাধনী বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সদর উপজেলার হবিগঞ্জ-বাইপাস রোড, হবিগঞ্জ রোড, শেরপুর বাজারসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তদারকি অভিযানে প্রতিশ্রুতি অনুসারে পণ্য বিক্রয় না করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী ও পানীয় বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ-বাইপাস রোডে অবস্থিত জনতা হোটেলকে তিন হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত মা এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা, সারা ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।

ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, বিভিন্ন অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।