মানবাধিকার মেনেই আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই: আইজিপি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ মানবাধিকার মেনেই আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই: আইজিপি অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাক। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে জোরালো পদক্ষেপ নেয়া হচ্ছে। মানবাধিকারের সমস্ত নীতিমালা মেনেই আমরা আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাই। সোমবার সকালে রাজশাহীতে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালয় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। রাজশাহী পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে এ কর্মশালায় যোগ দেন আইজিপি বাহারুল আলম। সাংবাদিকদের প্রশ্রের জবাবে তিনি বলেন, পরাধের সংখ্যা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত রাতে নয়, তার আগের রাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এ বিষয়টি নিয়ে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এন্টি ট্যুরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর তিন অর্গানাইজেশন মিলে ইনটেনসিভ পেট্রোলিং করবে। আজকে থেকে এটা বাস্তবায়িত হবে আশা করছি। আমরা দেখি এভাবে পরিস্থিতি উন্নতি হয় কিনা না। এর পরও যদি না হয় তা হলে বিকল্প চিন্তা করবো। ছিনতাইগুলোতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তদন্তে বোঝা যাবে। গতকাল র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে। সরাসরি ছিনতাইয়ের সময় নয়, তবে তার আস্তানায় গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার থেকে চাপাতি, ছুরি, লাখ টাকা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট এর সফলতা সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, ডেভিল হান্ট হচ্ছে যারা সন্ত্রাসী, সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। সারা দেশব্যাপী এটা হচ্ছে। তবে এটি আরও জোরদার এবং সেনা সদস্য বাড়ানোর কথাও ভাবা হচ্ছে। তিনি বলেন, ঢাকা মহানগরের ক্রাইম একটু ডিফারেন্ট। সারাদেশের চিত্রের সঙ্গে মেলে না। এটার জন্য আলাদা পরিকল্পনা গ্রহণের চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা আমাদের জানান। আমরা সোশ্যাল মিডিয়া থেকেও খবর পাচ্ছি। Share this:FacebookX Related posts: নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে- আইজিপি আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ আক্রান্ত ২১৮ পুলিশ সদস্যের সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন আইজিপি ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি তদবিরে পুলিশে বদলি নয় : আইজিপি মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে : আইজিপি দুর্নীতিবাজদের পুলিশে দেখতে চাই না: আইজিপি পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দিলেন আইজিপি ক্রেতা-বিক্রেতার প্রতি যে আহ্বান জানালেন আইজিপি পুলিশ জনগণের ভালোবাসায় পরিণত হয়েছে: আইজিপি ঈদযাত্রাকে ঘিরে বিশেষ পরিকল্পনা পুলিশের : আইজিপি নিরীহ কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় প্রত্যাহার করতে হবে: আইজিপি SHARES Matched Content জাতীয় বিষয়: আইজিপিআইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটাতে চাইমানবাধিকার মেনেই