ধর্মপাশায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২২

ধর্মপাশা প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধর্মপাশা উপজেলা শাখা এই কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ এর সঞ্চালনায় বক্তব্য দেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুঘলক আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী, সদর ইউপি যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য তানভীর কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, সেলবরষ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেনুয়ার হোসেন খান পাঠান, সহ সভাপতি জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সদস্য তৈমুর আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মানিত সদস্য সালমান আহমেদ, তারেক আহমেদ তারিফ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান বাবর, শাকিল মাহমুদ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।