নানা সমস্যায় জর্জরিত লেদারবন্দ হাফিজিয়া মাদ্রাসা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদের আওতাধীন ভাঠির জনপদ ব্যাষ্টিত হাওর অঞ্চলের আলোর ঝিলিক লেদারবন্দ মদিনাতুল উলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসাটি হাঠি হাঠি পা করে ২০০৬ সালে যাত্রা শুরু করে। সুনামের সাথে নিয়মিত ভাবেই পাঠাদান চলছে সংবাদকর্মীকে জানান স্থানীয় এলাকাবাসীগন। এই মাদ্রাসাটিতে শিক্ষকের সংখ্যা রয়েছেন তিন জন।ছাত্র-ছাত্রী সংখ্যা ৮৫ জন।সকাল ১০ টা থেকে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত পাঠাদার চালু থাকে,পরে আবার মাগরিবের নামাজের পর থেকে রাত ১০ টার পর পাঠাদানকাজ সমাপ্ত করা হয়। সরেজমিনেদেখা যায়, মাদ্রাসাটির নানা সমস্যা রয়েছে ভুগান্তিতে শতাদিক কোমলমতি হাফিজিয়া শিক্ষার্থীরা,টিওবওয়েল,টয়লেটের অভাবে রয়েছে এই মাদ্রাসাটিতে। ছাত্র-ছাত্রীরা প্রতিদিনের মত নিয়মিত ভাবে ভুগান্তিতে রয়েছে বলে জানান ওই এলাকার স্থানীয়রা। এই মাদ্রাসাটির আশেপাশে জায়গা থাকলেও বরাটের অভাব রয়েছে প্রতি বছর এলাকাবাসীর সহযোগিতা থাকলেও ধীর গতিতে রয়েছে মাদ্রাসার উন্নয়নের ধারা। মাদ্রাসাটির উন্নয়নের সার্থে সহযোগিতা করার জন্যে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে প্রবাসী,ব্যাবসায়ী,সর্বপ্রকার ধর্মপ্রান মুসললিম ও বিত্তশালীদের আহবান করেছেন মাদ্রাসার কর্তিপক্ষ সহ স্থানীয় এলাকাবাসীগন। Share this:FacebookX Related posts: মৌলভীবাজারের শীর্ষ মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন জোহরা আলাউদ্দীন এমপি তাহিরপুরে পল্লীতে আগুন লেগে লক্ষ টাকার মালামাল ভম্বিভুত নবীগঞ্জে ভারতী মদসহ আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সিলেট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক করোনা ভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন তাহিরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু চিরনিদ্রায় শায়িত হলেন কামরান মৌলভীবাজারে সংঘবদ্ধ সিএনজি চোর চক্রের প্রধান নজরুল আটক ধর্মপাশায় শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধর্মপাশায় হাওরে ফসলরক্ষা বাঁধ শুরুর দাবিতে মানববন্ধন SHARES Matched Content দেশের খবর বিষয়: নানা সমস্যায় জর্জরিতলেদারবন্দহাফিজিয়া মাদ্রাসা