হবিগঞ্জের মাধবপুরে ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের মাধবপুরের জগদিসপুর তেমুনিয়া এলাকা থেকে ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া চা বাগান এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪/০৩/২০২০ ইং তারিখ ২০.৫০ ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদিসপুর তেমুনিয়া বাজারে হারিছ স্যানিটারী এন্ড ইলেক্ট্রনিক্র এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। শিপন সাহা (২৮), পিতা-নিত্য রায়, সাং-জগদিসপুর তেমুনিয়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করেন।

আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশী করে ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানি কমূল্য (৩০,০০০দ্ধ৬)=১,৮০,০০০ /- টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।