ধর্মপাশায় ইট ভাটার লাইসেন্স না থাকায় জরিমানা

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

ধর্মপাশা প্রতিনিধি : ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দায় এলাকায় অবস্থিত বিএমএস ইট ভাটার ম্যানেজার শ্যামল চন্দ্র দাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ জরিমানা করেন। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি ওই ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় ইট ভাটার লাইসেন্সের মেয়াদ না থাকা ও ইট ভাটায় জ্বালানী হিসেবে লাকড়ি মজুদ করার অপরাধে ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা থানার এসআই পাপন চন্দ্র দে, নাজির আবুল হাসান।