জুড়ীতে এক ফ্যানে ১৪০০ টাকা মুনাফা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২২ অনলাইন ডেস্ক : মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি ফ্যানে ১৪০০ টাকা মুনাফা করায় ভ্রাম্যমাণ আদালতে দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে জেলার জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ীরা অতিরিক্ত দামে ফ্যান, চার্জ লাইট, চার্জার ফ্যান বিক্রয় করছেন এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের আগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম ক্রেতা সেজে ইলেকট্রনিক্স সামগ্রীর দাম যাচাই করেন। অভিযানে দেখা যায়, ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসায়ীরা চার্জার ফ্যানে ৮০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত লাভ করেন। অতিরিক্ত দামে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করা, যথাযথভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কামিনীগঞ্জ বাজারে জাপান ইলেকট্রনিক্সকে ৬ হাজার টাকা, সনজয় লীলা ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সকল ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য ক্রয়-বিক্রয় এবং ভাউচার সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: তাহিরপুরে যুবগোষ্ঠীকে দেশের উন্নয়নে গড়ে তুলার লক্ষ্যে আলোচনা সভা তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় গ্রামছাড়া ৩০টি পরিবার বিশ্বনাথের মাদাই বিলে ঐতিহ্যবাহী ‘পলো বাওয়া’ উৎসব তাহিরপুরে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক-আব্দুল আহাদ তাহিরপুর সীমান্তে ১ হাজার শ্রমজীবি পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা সুনামগঞ্জে গাঁজার বাগান জব্দ, আটক ১ ধর্মপাশায় ডা. রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা কমলগঞ্জে স্বর্দিজ্বর ডায়রিয়া ও আমাশয়ের প্রকোপ হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত ৩০ ধর্মপাশায় নবীন বিসিএস ক্যাডারদের সাথে ইউএনও’র শুভেচ্ছা বিনিময় মহানবী মোহাম্মদ (সা:) কে কটুক্তির প্রতিবাদে সুখাইড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ধর্মপাশার জনপ্রিয় যাত্রাভিনেতা ও কিতর্নীয়া মনি চন্দ্র সিংহের পরলোক গমন SHARES Matched Content দেশের খবর বিষয়: এক ফ্যানে ১৪০০ টাকা মুনাফাজুড়ীতে